যেমন নির্দয়, তেমনই জেদি! মেষ রাশির এই অন্ধকার দিক জানা আছে?

 


ODD বাংলা ডেস্ক:  জ্যোতিষ অনুসারে মেষ রাশির উপাদান হল আগুন। সেই কারণে সব সময় অতিরিক্ত এনার্জিতে যেন টগবগ করে ফুটতে থাকে এরা। মেষ রাশির জাতকরা সাহসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছ এদের মধ্যে। কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে এগিয়ে যান মেষ রাশির জাতকরা। তবে মেষের জাতকের চরিত্রে সবকিছুই শুধু সূর্যের আলোর মত ঝলমলে নয়, বরং বেশ কিছুটা অন্ধকার দিকও আছে। জেনে নিন মেষ রাশির জাতকদের চরিত্রে খারাপ দোষ আছে কী কী।


অতিরিক্ত প্রতিযোগিতামূলক হাবভাব


মেষ রাশির জাতকদের মধ্যে প্রতিযোগিতায় জেতার ক্ষিদে একটু বেশিই কাজ করে। জেতার ইচ্ছে থাকা ভালো, এতে নিজেকে আরও উন্নত করে গড়ে তোলা যায়। কিন্তু মেষের জাতকরা যে কোনও ভাবে জিততে গিয়ে অন্যায় পথ অবলম্বন করতেও দ্বিধা করেন না। জেতার জন্য অনেক সময় স্বার্থপরের মতো আচরণ করেন এরা। কোনও কারণে জিততে না পারলে আক্রমণাত্ম হয়ে ওঠেন এঁরা।


জেদি


মেষ রাশির জাতকরা জেদি ও একগুঁয়ে। এদের পছন্দমতো কোনও কাজ না হলে নির্দয় ও নৃশংস হয়ে ওঠেন এঁরা। চট করেই মাথা গরম করে ফেলেন এরা। কখনও কারোর থেকে 'না' শুনলেই এরা ক্ষেপে ওঠেন। এরা কারোর সঙ্গে মানিয়ে নিতে পারেন না। সব সময় সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান মেষ রাশির জাতকরা।


বোঝা কঠিন


মেষ রাশির জাতকদের বোঝা বেশ কঠিন। এঁরা কী করে ফেলবেন, তা আগে থেকে আন্দাজ করা যায় না। যদি কেউ এঁদের প্রতারণা করে থাকেন, তবে তাঁর জীবন নরক করে ছেড়ে দেন মেষ রাশির জাতকরা। এরা একবার কাউকে অপছন্দ করলে কোনও ভাবে আর তার সম্পর্কে ধারণা বদলাতে পারেন না। এরা যেমন বন্ধু হিসেবে খুব ভালো, তেমনই শত্রু হিসেবে ভয়ানক। কখনও কাউকে ক্ষমা করতে পারেন না মেষ রাশির জাতকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.