মহিলা যাত্রীর ব্যাগে কিলবিল করছে সাপ, বিমানবন্দরে হুলস্থূল!
ODD বাংলা ডেস্ক: মহিলা বিমান যাত্রীর ব্যাগ পরীক্ষার সময় চক্ষু চড়কগাছ! ব্যাগ থেকে উদ্ধার হল ২২টি সাপ! এছাড়াও ব্যাগে মিলেছে একটি গিরগিটিও! যার জেরে রীতিমতো হুলুস্থূল পড়ে যায় চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে।শুল্ক দফতর সূত্রে খবর, অভিযুক্ত মহিলা যাত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর থেকে AK13 নম্বরের বিমানে ওঠেন। চেন্নাইতে নামার পর তাঁর ব্যাগ পরীক্ষার সময় প্রাণীগুলির হদিশ পান শুল্ক আধিকারিকরা। সঙ্গে সঙ্গে শুল্ক আইন ও বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তাঁকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, মহিলার ব্যাগে প্লাস্টিকের ঢাকা ট্রে-র মধ্যে ওই সাপ ও গিরগিটি ছিল। ট্রে গুলির মুখ বন্ধ করতে ব্যবহার করা হয় সেলোটেপ।কিন্তু ব্যাগ পরীক্ষার সময় ট্রে ধরে টান দিতেই একের পর এক সাপ বেরিয়ে পড়ে। ফলে ভয় পেয়ে কিছুটা দূরে সরে যান শুল্ক আধিকারিকরা। পরে ছোট রড নিয়ে এসে সাপগুলিকে ফের ট্রে-তে ভরা হয়। শেষে তা বন দফতরের হাতে তুলে দেন তাঁরা।
Post a Comment