এ আর রহমানের কনসার্টের মাঝপথে মঞ্চে পুলিশ, থামানো হল শো
ODD বাংলা ডেস্ক: পুরোদমে চলছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের মিউজিক কনসার্ট। দর্শকদের ভিড়ে মোড়ানো শোয়ের মাঝ পথে আচমকাই এসে পৌঁছল পুনে পুলিশ। মঞ্চে উঠে রহমনকে বন্ধ করতে বললেন শো।রবিবার রাতে পুনের রাজা বাহাদুর মিল এলাকায় বলিউডের খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট আয়োজিত হয়েছিল। রহমানের কনসার্ট মানেই তা হিট। হাজার হাজার দর্শক এসে ভিড় করেছিলেন সেখানে। শুধু তাই নয় কনসার্টের নিরাপত্তার রক্ষার্থে পুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। শোয়ের উন্মাদনা যখন একেবারে শিখরে ঠিক তখনই বন্ধ করতে হল সেই শো। রাত ১০টা বাজতেই মঞ্চে উঠে পড়লেন পুলিশকর্মীরা। রহমানকে কনসার্ট বন্ধ করার নির্দেশ দেন তাঁরা।আদালতের নিয়মানুসারে রাত ১০টার পর জনবহুল এলাকায় অনুষ্ঠান করা নিষিদ্ধ। কিন্তু কনসার্টে মশগুল হয়ে সময়ের হিসাব রাখেননি রহমান। রাত ১০টা বেজে গেলেও চলতে থাকে তাঁর শো। কিন্তু তখনই কনসার্ট বন্ধের জন্যে মঞ্চে উপস্থিত হন পুনে পুলিশ। রহমানকে জিজ্ঞাসা করা হয়, রাত ১০ টার পরেও তিনি কীভাবে শো চালিয়ে যাচ্ছেন! তিনি জানেন না আদালত রাত ১০টার পর অনুষ্ঠানের অনুমতি দেয় না!পুনে পুলিশের নির্দেশ মত সঙ্গে সঙ্গেই কনসার্ট বন্ধ করে দেন এ আর রহমান।
Post a Comment