হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নীতেশ পান্ডে, শোকের ছায়া ফিল্মি দুনিয়ায়

 


ODD বাংলা ডেস্ক: ফের শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত হলেন নীতেশ পান্ডে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নীতেশ পান্ডে। টেলিভিশন থেকে ছবির পর্দায় বেশ পরিচিত নীতেশ পান্ডে। মঙ্গলবার ভোর রাতে পথ দুর্ঘটনায় প্রায় হারান অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালে তিনি বেশ খ্যাতি পেয়েছিলেন। তারপরই প্রকাশ্যে আসে নীতেশ পান্ডের মৃত্যুর খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.