ফের বড়পর্দায় একসঙ্গে শাহরুখ-সলমন, দু'জনকে একসঙ্গে পেতে কত খরচ হল যশরাজের
ODD বাংলা ডেস্ক: ‘পাঠান’-এর সাফল্যের পরই, যশরাজের পরবর্তী ছবি ‘টাইগার ৩’-এ সলমন খানের পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। আগামী ৮ মে থেকেই ‘টাইগার ৩’ ছবির সেটে সলমন খানের সঙ্গে যোগ দেবেন শাহরুখ খান। খবর, ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ ও সলমনকে একসঙ্গে পেতে কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হননি যশরাজ কর্তা আদিত্য চোপড়া। দুই খানকে ফের এক ফ্রেমে আনতে কত কোটি খরচ হয়েছে জানেন? ‘টাইগার ৩’ ছবিতে শাহরুখ ও সলমনের দৃশ্যের শুটিংয়ের পিছনে খরচের অঙ্ক জানলে চোখ কপালে উঠবে অনেকেরই।‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সলমন। খবর, ‘টাইগার ৩’-এর চিত্রনাট্যে এমন একটি দৃশ্য আছে, যেখানে টাইগারকে গারদ থেকে ছাড়ানোর সময় সেখানে এসে উপস্থিত হবে বন্ধু পাঠান। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই খান। খবর, শুধু মাত্র এই দৃশ্যের শুটিংয়ের পিছনে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন আদিত্য চোপড়া।
Post a Comment