খারিজ হল স্থগিতাদেশ, দ্য কেরালা স্টোরি ছবি মুক্তি নিয়ে সুপ্রিম কোর্ট দিল রায়

 


ODD বাংলা ডেস্ক: মুক্তি স্থগিতের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। কোর্ট দুই আইনজীবী সওয়াল করেন, দ্য কেরালা স্টোরি ছবিতে সব থেকে নিম্নমানের বিদ্বেষমূলক কথাবার্তা বলা হয়েছে। এই ছবি প্ররোচনামূলক। এই কারণে ছবি মুক্তি স্থগিত করার জন্য আদালতে আর্জি করা হয়েছিল। সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।


বিচারপতির তরফে জানানো হয়, বিদ্বেষমূলক মন্তব্যের রকমফের হয়। এই ছবিতে সেন্সার বোর্ড ছাড়পত্র দিয়েছে। এমন তো নয়, যে একজন মঞ্চে উঠে দাঁড়িয়ে ঘৃণাভাষণ দিচ্ছেন। যদি এই ছবিকে চ্যালেঞ্জ করতে হয়, তা হলে উপযুক্ত রাস্তায় সেন্সার বোর্ডের সেই শংসাপত্রকে চ্যালেঞ্জ করতে হবে।


অন্য দিকে, দ্য কেরালা স্টোরি পেয়েছে এ সার্টিফিকেট। শুধু তাই নয়, বিতর্ক থামাতে ছবি থেকে ১০টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে যার মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার আছে। ১০টি পরিবর্তনের পর মুক্তির ছাড়পত্র পেল সুদীপ্ত সেন পরিচালিত বিপুল শাহ প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি। ছবিটি মুক্তি পাবে ৫ মে। হিন্দি, তামিল, মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি।


ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি রয়েছে খবরে। টিজারে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২,০০০ মহিলাকে ধর্মান্তরিত করে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। ছবির কেন্দ্রে রয়েছেন আদা শর্মা। শালিনী উন্নিকৃষ্ণান থেকে তিনি কীভাবে ফাতিমা বা হলেন তা নিয়ে ছবির গল্প। তাঁকে জোর করে ধর্মান্তরিত করে কীভাবে সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হবে তা ফুটে উঠেছে ছবিতে। সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে থাকা মেয়েদের কঠিন জীবন উঠে আসবে ছবিতে। ছবি মুক্তির আগে থেকেই ছবি নিয়ে নানান বিতর্ক হয়েছিল। রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি দাবি করেন, এমন ঘটনা কেরলের নয়। ছবিটি ধর্ম ও রাজ্যের মানুষের মনে খারাপ প্রভাব ফেলবে। তেমনই কেউ বলেন মিথ্যাচার রয়েছে ছবিতে। যে কারণে সেন্সারবোর্ডের সার্টিফিকেট পেতে ছবি থেকে ১০টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এরপরও থামেনি বিতর্ক। সুপ্রিম কোর্টে কেস হয়। সেই সকল বিতর্ক পার করে অবশেষে মিলল সুপ্রিম কোর্টের ছাড়পত্র। ৫ মে মুক্তি পাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.