৮৩ বছর বয়সে ফের বাবা হচ্ছেন অভিনেতা, অন্তঃসত্ত্বা কমবয়সি প্রেমিকা
ODD বাংলা ডেস্ক: বয়স আশির উর্ধ্বে হলেও অস্কারজয়ী অভিনেতা এখনও মনেপ্রাণে তরুণ। এবার হলিউড সুপারস্টার জানালেন তিনি ফের বাবা হচ্ছেন। ৩ সন্তানের ‘গড ফাদার’ বেজায় খুশি পরিবারে নতুন সদস্য আসার খবরে।অন্তঃসত্ত্বা আল পাচিনোর হাঁটুর বয়সি প্রেমিকা নূর আলফাল্লাহ। পেশায় প্রযোজক। বয়সে হলিউড সুপারস্টারের তুলনায় প্রায় ৫৪ বছরের ছোট। নূরের বয়স মোটে ২৯। তিনিই আল পাচিনোর সন্তানের মা হতে চলেছেন।উল্লেখ্য, গতবছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে পরিচয় করান আল পাচিনো। সেই বিশেষ দিনেই বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। এবার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন আল পাচিনো।নূর আলফাল্লাহ নাকি এর আগেও ষাটোর্ধ্ব পুরুষের সঙ্গে প্রেম করেছেন। তবে নিন্দুকদের সেসব কথায় কান না দিয়ে হলিউডের চর্চিত এই যুগল এখন নতুন সন্তানের খবরে বেজায় খুশি। চতুর্থবার বাবা হতে চলেছেন আল পাচিনো।
Post a Comment