ট্র্যাক্টর চালাচ্ছেন অমিতাভ বচ্চনের নাতনি! ভাইরাল ছবি দেখে হতবাক নেটিজেনরা

 


ODD বাংলা ডেস্ক: ট্র্যাকটর চালাচ্ছেন অমিতাম বচ্চনের নাতনি। শ্বেতা বচ্চন এবং শিল্পপতি নিখিল নন্দার মেয়ে নব্যা নভেলী নন্দার হাতে ট্র্যাক্টরের স্ট্রিয়ারিং দেখে অবাক নেটিজেনরা। দামি গাড়ি ছেড়ে শেষে কিনা মাঠে নেমে ট্র্যাক্টর চালাচ্ছেন নব্যা নভেলী নন্দা। কিন্তু কেন এমন কাণ্ড? তীব্র গরমের মধ্যেই গ্রামের রাস্তায় ট্রাক্টরে চেপে বসেন তিনি। স্ট্রিয়ারিং ধরে দিব্যি ট্র্যাক্টর চালান তিনি। কিন্তু এই কাণ্ডর কারণ কী?


জানা যাচ্ছে আরা হেলথ নামক একটি সংস্থার অন্যতম মালিক নব্যা নভেলী নন্দা । সংস্থাটি তৈরিতে তাঁর অবদানও বিশাল। এটি মূলত মহিলাদের স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা। এই সংস্থার কাজেই গ্রামে গিয়েছিলেন নব্যা নভেলী নন্দা। গুজরাটের গণেশপুরা গিয়েছিলেন তিনি। সেখানে একটি বৈঠকেও শামিল হল গ্রামের মহিলারা। এই বৈঠকের ফাঁকেই ট্রাক্টর চালান তিনি। সংস্থার প্রচারেই গ্রামে গিয়েছিলেন তিনি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.