প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে মোকা? এই রাজ্যে কোনও প্রভাব পড়বে না, জানাল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় মোকা ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, অন্ধ্রপ্রদেশের বাসিন্দাদের জন্য বিরাট স্বস্তির খবর শোনাল মৌসম ভবন। শনিবার IMD জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে মোকার সেভাবে কোনও প্রভাব পড়বে না। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা সাইক্লোন মোকা তৈরি হওয়ার প্রথম ধাব। ৮ মে তৈরি হতে পারে নিম্নচাপ, যা ৯ মে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।IMD অমরাবতীর গবেষক ড: সাগিলি করুণসাগর জানিয়েছেন, নিম্নচাপ তৈরি হওয়ার পরেই বলা যাবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন পথে যাবে। তিনি আরও বলেন, "এখন থেকেই ঘূর্ণিঝড় মোকা কোন পছে যাবে তা বলা সম্ভব নয়। নিম্নচাপ তৈরি হওয়ার পরেই এর ল্যান্ডফল প্রসঙ্গে বলা সম্ভব। তবে আবহাওয়ার মডেল বলছে ওডিশা, মায়ানমার উপকূল বা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে তা আছড়ে পড়তে পারে। অন্ধ্রপ্রদেশকে তা প্রভাবিত করবে না।"এদিকে ওডিশা এবং বাংলা এই দুই রাজ্যই ইতিমধ্যেই মোকা মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র লাগোয়া অংশ যেখানে মোকার সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে সেখানে মক ড্রিল করা হয়েছে।
Post a Comment