পিরিয়ডসের সময় গ্রামছাড়া হন মহিলারা! জানেন ভারতের কোথায় ঘটে এমন ঘটনা

ODD বাংলা ডেস্ক: ঋতুমতী মহিলারা 'চরম অপবিত্র!' তাই রজস্বঃলা হলেই বাড়ি থেকে 'তাড়িয়ে দেওয়া হয়' তাঁদের। তাঁরা গ্রামের বাইরে রাত কাটান। ঝড়-জল হলে গাছই ভরসা তাঁদের।মহিলারা বিমান ওড়াচ্ছেন, নিমেষে বন্দুক দেগে নিশানা ভেদ করছেন, কনসার্টে গলা ছেড়ে গাইতে পাচ্ছেন- ফাইভ জির জমানাতেও এই ধরনের ঘটনায় চমকে উঠতে পারেন অনেকে। কিন্তু, পুরনো মরচে ধরা সংস্কারকে আঁকড়ে ধরেই বেঁচে রয়েছেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু গ্রামের বাসিন্দারা। এই গ্রামগুলির মধ্যে অন্যতম উরিনায়ানি, কোথুরু। ২০১৮ সালের মার্চ মাসে BBC একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলেন অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার উপর। সেই সময় দেখা যায় ওরিয়ানাপল্লী, ওরিনায়ানা কোথুরু এবং সাল্লারা পল্লির মতো গ্রামগুলিতে রজঃস্বলার সময় মহিলাদের বাড়ি থেকে দূরে থাকতে বলা হয়। এই গ্রামগুলিতে একটি প্রচলিত ধারনা রয়েছে- যেখানে মনে করা হয় কোনও মহিলা ঋতুমতী হলে তিনি অপবিত্র হয়ে যান। তাই সেই সময়টি তাঁকে গ্রামের বাইরে থাকতে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.