এই টোটকায় দূর করুন অর্থ সংকট-ঋণ, ধনলক্ষ্মীর কৃপা ঝরে পড়বে আপনার ওপর!
ODD বাংলা ডেস্ক: গোলাপ ফুল কার না ভালো লাগে! ভালোবাসার প্রতীক এই গোলাপ ফুল। তবে আপনারা কী জানেন হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীকে প্রসন্ন করতেও এই গোলাপ ফুলই সাহায্য করবে? জ্যোতিষ শাস্ত্রে গোলাপের একাধিক উপায় বা টোটকা সম্পর্কে জানানো রয়েছে। যা ঠিকঠাক নিয়মে পালন করতে পারলেই অর্থ-সম্পদে আপনার ঝুলি ভরে দেবেন ধনলক্ষ্মী। শুধু লক্ষ্মীই নয়, এই ফুল অন্যান্য দেব-দেবীকেও প্রসন্ন করতে পারে। এই ফুলের সাহায্য়ে ঋণ মুক্ত হতে পারেন। তার পাশাপাশি অর্থাভাব দূর করতেও সাহায্য করবে এই গোলাপ।
মঙ্গলবার করুন গোলাপের এই উপায়
মঙ্গলবার গোলাপের একটি উপায় করলে ধন বৃদ্ধি হয়। মঙ্গলবার একটি লাল কাপড়ে লাল চন্দন, লাল গোলাপ ও রোলী বেঁধে নিন। বাড়ির ঠাকুরঘরে পুজোর সময়ে এটি রেখে দিতে হবে। এক সপ্তাহ ঠাকুরঘরেই থাকতে দিন এটি। তার পর মঙ্গলবার এই পুটলি তুলে টাকা রাখার স্থানে রেখে দিন।
ঋণ মুক্তির জন্য গোলাপের উপায়
ঋণ মুক্তির জন্য গোলাপের উপায় করতে পারেন। এর জন্য একটি রুপোর বাটিতে গোলাপ ফুলের পাপড়ি ও কর্পূর রেখে পুড়িয়ে দিন। তার পর লক্ষ্মীকে এই ফুল নিবেদন করুন। এই উপায়ে শীঘ্র ঋণমুক্তি সম্ভব হবে। পাশাপাশি অর্থাভাব দূর হবে। এর প্রভাবে নিজের উপার্জন থেকে সঞ্চয় করে নিজের ঋণ শোধ করতে পারবেন।
বজরংবলীকে প্রসন্ন করার উপায়
গোলাপ ফুল বজরংবলীর অত্যন্ত প্রিয়। বজরংবলীর পুজোয় এই ফুল ব্যবহার করতে ভুলবেন না। তাঁকে খুশি করার জন্য যে কোনও মাসের শুক্ল পক্ষের প্রথম মঙ্গলবার ১১টি গোলাপ ফুল নিয়ে বজরংবলীকে নিবেদন করুন। তার পর থেকে ১১ মঙ্গলবার পর্যন্ত এই উপায় করে যান। এর ফলে রামভক্ত বজরংবলী প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন।
পূর্ণিমায় করুন গোলাপের এই উপায়
সমস্ত কাজে বাধা এলে বা কোনও কাজ সফল হতে গিয়েও আটকে গেলে এই উপায়টি অবশ্যই করে দেখবেন। এর প্রভাবে ধীরে ধীরে আপনার সমস্ত কাজ সফল হতে শুরু করবে। পূর্ণিমা তিথিতে ৩টি গোলাপ ও ৩টি বেল ফুল জলে প্রবাহিত করে দিন। এই সহজ উপায় আপনার কোষ্ঠীর চন্দ্রকে মজবুত করবে। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হবেন। বিনা বাধায় কাজ পুরো হবে আপনাদের। ক্রমাগত মোট ৫টি পূর্ণিমা এই উপায় করতে হবে। উল্লেখ্য, এ সপ্তাহে বুদ্ধ পূর্ণিমা। গোলাপের এই টোটকার জন্য দিনটি উত্তম।
ভালো চাকরির জন্য
বর্তমান চাকরিতে অসন্তুষ্ট থাকলে এবং নতুন কোনও চাকরি লাভের ইচ্ছা হলে এই উপায়টি অবশ্যই করে দেখবেন। মঙ্গলবার থেকে এই টোটকা করা শুরু করবেন। তার পর প্রতিদিন সকালে করে যান। এর জন্য খালি পায়ে হেঁটে বজরংবলীর মন্দিরে যান, তার পর তাঁকে এক গোলাপ ফুল নিবেদন করুন। এই উপায়ে আপনার ইচ্ছা শীঘ্র পূর্ণ হবে এবং পছন্দমতো চাকরি পাবেন।
শুক্রবার গোলাপের উপায়
শুক্রবার লক্ষ্মীকে গোলাপ অর্পণ করুন। নতুন সাদা রুমালের চার কোণায় চারটি গোলাপ বেঁধে দিন। তার পর সেই রুমালটিকে জলে প্রবাহিত করে দিন। এই টোটকা আপনার আর্থিক অনটন দূর করতে কার্যকরী। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হবেন।
Post a Comment