পুলিশি 'হেনস্থায় জেরবার', ফেসবুক লাইভে আত্মঘাতী অযোধ্যার পুরোহিত

ODD বাংলা ডেস্ক: পুলিশি হেনস্থার অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে সুইসাইড! তরুণ পূজারির মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। আর এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ল উত্তর প্রদেশ পুলিশ। নিহত বছর ২৮-র ওই পূজারির নাম রাম শংকর। অযোধ্যার নরসিংহ মন্দিরের পূজারি ছিলেন তিনি। মন্দির চত্বরেই একটি ঘরে থাকতেন তিনি।বুধবার ওই ঘরের দরজা ভেঙে পূজারির ঝুলন্ত দেহ উদ্ধার করে যোগী রাজ্যের পুলিশ। নিহত পূজারির দু’দিন ধরে খোঁজ মিলছিল না বলেও জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বিছানার চাদর দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই পূজারি। উল্লেখ্য, কয়েকদিন আগে রাম শংকরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল স্থানীয় পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে এই মন্দিরের মোহন্ত রাম শরণ নিখোঁজ হয়ে যান। বছর ৮০-র রাম শরণকে অপহরণের অভিযোগ ওঠে। এর পিছনে রাম শংকরের হাত ছিল বলে সন্দেহ করছিলেন তদন্তকারীরা। তাঁকে বেশ কয়েকবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা।সূত্রের খবর, আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তরুণ পূজারি রাম শংকর রায়গঞ্জ থানার পুলিশ আউটপোস্টের ইনচার্জ ও এক কনস্টেবলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। যদিও তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.