হাসপাতালে ভর্তি বাঙালি পরিচালক নন্দিতা রায়, মঙ্গলকামনায় রয়েছেন সিনেমাপ্রেমীরা

 


ODD বাংলা ডেস্ক: তাঁর সিনেমায় অন্য জগতের আভাস পান আপামর বাঙালি জনগণ। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর শৈল্পিক জুটি বাংলার সিনেমাপ্রেমীদের উন্মুখ করে রাখে পরবর্তী সিনেমার অপেক্ষার জন্য। টলিউড জগতের সেই বাঙালি পরিচালক নন্দিতা রায়ই এবার আশঙ্কিত করে তুললেন তাঁর ভক্তদের। সম্প্রতি, তাঁর শারীরিক অবস্থার অবনতি তাঁকে নিয়ে গেল একেবারে হাসপাতাল পর্যন্ত।


টলিউড সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, বেশ কয়েকদিন ধরে ধুম জ্বরে ভুগতে থাকায় প্রচণ্ড কাবু হয়ে গিয়েছিলেন পরিচালক নন্দিতা রায়। সেই জ্বর বাড়তে বাড়তে এতটাই মারাত্মক হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিতে হয়।


কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় নন্দিতা রায়কে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার পর জানান যে, ইনফ্লুয়েঞ্জায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন সিনেমা পরিচালক। তবে, চিকিৎসকদের ক্রমাগত তত্ত্বাবধানে থাকার পর বর্তমানে হাসপাতাল সূত্রে জানা গেছে যে, তিনি এখন সুস্থ আছেন। ইনফ্লুয়েঞ্জা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। আগামী কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.