জঙ্গি কার্যকলাপ দমনে কাশ্মীরে ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র


ODD বাংলা ডেস্ক: জঙ্গি কার্যকলাপ দমনে বড় পদক্ষেপ করল কেন্দ্র। জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ করা হল ১৪টি মেসেজিং অ্যাপকে। গোয়েন্দাদের দাবি, এই অ্যাপগুলির মাধ্যমে সমর্থক এবং গ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখছিল জঙ্গিরা। এমনকী, এর মাধ্যমেই পাকিস্তানের জঙ্গি নেতারা নির্দেশ দিতেন উপত্যকার সন্ত্রাসবাদীদের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ অ্যাপগুলি হল Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second Line, Zangi এবং Threema। এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, এই ম্যাসেঞ্জার অ্যাপগুলি জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চলছিল এই অ্যাপগুলির মাধ্যমে। অ্যাপগুলি ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলেও অভিযোগ৷ অ্যাপগুলির উপর নজর রাখা হচ্ছিল। এর পরেই তা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ৬৯এ তথ্যপ্রযুক্তি ধারা অনুযায়ী ‘বিপজ্জনক’ অ্যাপগুলিকে ব্লক করা হয়েছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.