বিয়ে হলেও এখনই সন্তান নয়! গণবিবাহের উপহারের বাক্স খুলে চমকে গেলেন কনেরা

ODD বাংলা ডেস্ক: প্রসাধনী বাক্সের ভিতর কন্ডোম, জন্মনিরোধ বড়ি! মধ্যপ্রদেশের গণবিবাহে এমনই বাক্স নববধূদের হাতে তুলে দেওয়া হল। জেলাপ্রশাসন জানাল, পরিবার পরিকল্পনা নিয়ে সচেতন করার জন্যই সম্ভবত এই উপহার দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহান সরকারের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ বা নিকাহ যোজনার অধীনে আর্থিক ভাবে দুর্বল মহিলাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। সোমবার ঝাবুয়া জেলার ঠান্ডলায় গণবিবাহের আসর বসে। সেখানেই নববধূদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রসাধনী বাক্স, যাতে রয়েছে জন্মনিরোধ ওষুধ এবং কন্ডোম। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পের অধীনেই এই উপহার দেওয়া হয়েছে।প্রবীণ জেলা আধিকারিক ভুরসিংহ রাওয়াত জানিয়েছেন, সম্ভবত রাজ্য স্বাস্থ্য দফতরই এই জন্মনিরোধ বিলিয়েছে। পরিবার পরিকল্পনা নিয়ে সচেতন করতেই তারা এই পদক্ষেপ করেছে। রাওয়াতের কথায়, ‘‘আমরা কন্ডোম এবং জন্মনিরোধক বিলি করিনি। পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় রাজ্য স্বাস্থ্য দফতর হয়তো বিলি করেছে এগুলি। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ বা নিকাহ যোজনায় আমরা সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ৪৯ হাজার টাকা ট্রান্সফার করে দিই। খাবার, জল এবং তাঁবু বাবদ খরচ করা হয় ৬,০০০ টাকা। যে প্যাকেট দেওয়া হয়েছিল, তার মধ্যে কী রয়েছে জানি না।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.