মোচা না মোকা! নয়া ঘূর্ণিঝড়ের আসল নাম কী? জানুন
ODD বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট। ইয়েমেন এই ঘূর্ণিঝড়ের নাম করেছে। ইংরেজিতে নাম Mocha। আর এরপর থেকেই শুরু আলোচনা। এর বাংলা তর্জমা করলে কী দাঁড়ায়! মোচা নাকি মোকা? এই নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। আসলে নামের অর্থের মধ্যেই লুকিয়ে রয়েছে এর রহস্য।ইয়েমেনের রাজধানী সানার একটি বন্দরের নাম 'মোখা' বা 'মুখা'। যা উচ্চারণ করা হয় মোকা হিসেবে। গোটা বিশ্বে কফি রফতানির জন্য বিখ্যাত ইয়ামেন। সুতরাং কফিপ্রেমীদের কাছে 'মোকা' অত্যন্ত পরিচিত নাম। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোকা’।প্রসঙ্গত, WMO/ESCAP-এর সুপারিশ মোতাবেক যে কোনও ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। 'প্যানেল অন ট্রপিকল সাইক্লোন' নামের তালিকা থেকে নাম ঠিক করে।
প্রসঙ্গত, আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোকার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি। ওডিশা প্রশাসনের তরফে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোকার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি। ওডিশা প্রশাসনের তরফে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এদিকে ,আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত এই নিম্নচাপ তৈরি হয়নি। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় তৈরি হলেও তা কোথায় আছড়ে পড়বে, তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। শীঘ্রই মোকার ল্যান্ডফলের বিষয়ে আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি।
Post a Comment