ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, রাজ্যে ফের দুর্যোগ! কী জানাচ্ছে হাওয়া অফিস?

ODD বাংলা ডেস্ক: এপ্রিলের অসহনীয় গরমে ওষ্ঠাগত ছিল রাজ্যবাসী। মে মাসে আরও প্রবল তাপপ্রবাহের আশঙ্কা করেছিল তারা। কিন্তু, মাসের শুরুতেই আবহাওয়ার ভোলবদল। এক ধাক্কায় তাপমাত্রা কমে আরামদায়ক পরিস্থিতি রাজ্যজুড়ে।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জেরে কিছুটা অস্বস্তি থাকলেও ঝোড়ো হাওয়া আর বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর যার জেরে রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা ইনস্টিটিউট জানাচ্ছে, বঙ্গোপসারে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় মোচা। ওডিশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে। তবে এখনই স্পষ্টভাবে কিছু জানায়নি মৌসম ভবন।জানা গিয়েছে, ৬ মে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৭ তারিখ থেকে সেটি শক্তিশালী হবে। সেই ঘূর্ণাবর্ত থেকে ৮ তারিখ নিম্নচাপ তৈরি হবে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে শহর এবং রাজ্যজুড়ে এর কী প্রভাব পড়তে পারে, তার পূর্বাভাস এখনও মেলেনি। জলভাগে এর অবস্থান যত বেশি স্থায়ী হবে, তত বেশি শক্তি বাড়াবে নিম্নচাপ। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.