গরমে ঠোঁট ফেটেছে? লিপস্টিক লাগানোর আগে যা জানা জরুরি

 


ODD বাংলা ডেস্ক: শুধু শীতকালে নয়, অনেকের গরমেও ঠোঁট ফাটে। গরমে শরীরে জলের ঘাটতি তৈরি হয়। এতে ত্বকের মতো ঠোঁটও অত্যাধিক শুষ্ক হয়ে পড়ে। ফেটে যাওয়া ঠোঁট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। লিপস্টিক লাগাতে গেলে ফাটা অংশগুলি আরও ফুটে ওঠে। এই সমস্যা এড়াতে লিপস্টিক লাগানোর আগে কিছু নিয়ম মানা জরুরি। যেমন-


১. রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে কোনও মাস্ক ব্যবহার করুন। সাধারণত মুখ কিংবা চুলে অনেক ধরনের মাস্ক লাগানো হয়। ঠোঁটের জন্যও এটা করতে পারেন। সেক্ষেত্রে ঘরে তৈরি কোনও মাস্ক লাগান। ঠোঁটের বাম লাগালে চলবে না। এমন কিছু লাগাতে হবে, যা তার চেয়েও বেশি আর্দ্র রাখবে ঠোঁট। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগানো এ ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে।


২. লিপস্টিক লাগিয়ে বেরোনোর আগে ভাল ভাবে কোনও স্ক্রাব ব্যবহার করুন। চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তাতে ফাটা চামড়া উঠে যাবে। এতে ঠোঁট নরম হবে।


৩. স্ক্রাব করার পর ভালো করে ঠোঁট ধুয়ে শুকিয়ে নিন। তার পর তাতে কোনও একটি লিপ বাম লাগান। সে ভাবে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর লিপস্টিক লাগান।


৪. ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে কখনওই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। এ ক্ষেত্রে বেশ কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান। তাতে ঠোঁট আরও মসৃণ দেখাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.