গঙ্গা দশেরার দিন অত্যন্ত শুভ, গঙ্গাস্নান সেরে এই মন্ত্রগুলি জপ করলেই কাটবে গ্রহ দোষ

 


ODD বাংলা ডেস্ক: ২০২৩ সালে, গঙ্গা দশেরা উৎসব , ৩০ মে ২০২৩, মঙ্গলবার। বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের জটা থেকে গঙ্গা নদী মর্ত্যে অবতরণ করেছিলেন। সে পৃথিবীতে এসেছিল। মা গঙ্গাকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং পূজাযোগ্য বলে মনে করা হয়। গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।


গঙ্গা দশেরায় সিদ্ধি যোগ ২০২৩-


এবার গঙ্গা দশেরার দিনে সিদ্ধি যোগের মতো শুভ যোগ তৈরি হচ্ছে। এই যোগে করা কাজ সাফল্য দেয়। তাই গঙ্গা দশেরার দিনে স্নান-দান, পূজা-পাঠ, মন্ত্র জপ করুন। এটি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। আসুন জেনে নিই মা গঙ্গার সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ মন্ত্র, যেগুলোর জপ গঙ্গা দশেরার দিনে করলে অনেক উপকার পাওয়া যাবে।


১) 'গঙ্গা গঙ্গেতি যো ব্রুয়াত, যোজনাম শতয়র্পি। মুচ্যতে সর্বপাপেভ্যো, বিষ্ণুলোকে সা গছতি।'


গঙ্গা দশেরার দিন গঙ্গায় স্নান করে এই মন্ত্রটি উচ্চারণ করলে ব্যক্তিকে মৃত্যুর পর যমলোকের অত্যাচার সহ্য করতে হয় না। তার আত্মা সহজে ভ্রমণ করে।


২) 'ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নমো নমঃ।'


এই গঙ্গা মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয়েছে। স্নানের সময় ৩ বার গঙ্গায় ডুব দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করলে ৭ জন্মের পাপ ধুয়ে যায়। মৃত্যুর পর মানুষ স্বর্গ পায়।


৩) 'ওম পিত্রিগনয়া বিদমহে জগৎ ধরিণী ধীমহি তন্নো পিত্রো প্রচোদয়াৎ।'


যাদের কুণ্ডলীতে পিতৃদোষ আছে বা বংশবৃদ্ধি নেই, ঘরে দারিদ্র্য আছে, কর্মজীবনে উন্নতি হচ্ছে না, তাদের উচিত গঙ্গায় স্নান করে পূর্বপুরুষের শান্তির জন্য ঘাটে তর্পণ করা। গঙ্গা দশেরার উপর। হাতে গঙ্গা জল ও তিল নিয়ে অর্পণ করুন এবং সেই সময়ে এই মন্ত্রটি জপ করুন, এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।


৪) 'গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। নর্মদে সিন্ধু কাবেরী জ্বলে অস্মিন সন্নিধিম কুরু।


গঙ্গা দশেরার দিনে গঙ্গায় স্নান করার সময় এই মন্ত্রটি জপ করলে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং একজন ব্যক্তি প্রতিটি কাজে সাফল্য পেতে শুরু করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.