পেঁয়াজের তেলে হবে চুলের যত্ন

 


ODD বাংলা ডেস্ক: উপমহাদেশে একসময় পেঁয়াজের তেল ছিল বহুল ব্যবহৃত। চুল পড়া রোধে, মাথার যন্ত্রণা কিংবা শ্লেষ্মাজনিত রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এই তেলের যথেষ্ট কদর আছে। তাই শিরোনাম দেখেই অবাক হওয়ার কিছু নেই।


পেঁয়াজের তেলের কিছু উপকারিতা জেনে নেওয়া ভালো-


পেঁয়াজের রস চুল পড়ার সমস্যা দূর করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। তাছাড়া চুলের ডগা ফাটার সমস্যাও সহজে দূর হয়। শুধু তাই নয়, নিয়মিত পেঁয়াজের তেল দিলে খুশকির সমস্যাও দূর হয়। কিন্তু পেঁয়াজের তেল পাবেন কোথায়? বাজারে পাওয়া সম্ভব। কিন্তু বাজারে কেনার থেকে বাড়িতে বানানো ভালো। কাজটি কঠিনও নয়।


পেঁয়াজের তেল বানানোর উপায়


একটা বড় পেঁয়াজ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা পেঁয়াজে ১/২ কাপ অলিভ অয়েল, ১/৪ কাপ আমন্ড অয়েল, ২ চামচ জোজোবা অয়েল, ১০ ফোঁটা ক্যাস্টর অয়েল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ১০ ফোঁটা রোসমেরি এসেন্সিয়াল অয়েল এবং ১০ ফোঁটা লেমন এসেন্সিয়াল অয়েল মেশান। মেশানো হলে ভালোমতো ফুটিয়ে নিন। বেশি আঁচে ফোটাবেন না। ফুটানো হলে ছাঁকনিতে ছেকে পরিষ্কার বোতলে ঢেলে রাখুন। ঠান্ড হওয়ার পর মাথায় ম্যাসাজ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.