সিকিম বেড়াতে গিয়ে তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে আনা হল গ্যাংটকে
ODD বাংলা ডেস্ক: নাগাড়ে চলছে তুষারপাত। সিকিম জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এমত অবস্থায় সিকিমের বিভিন্ন পর্যটন স্থলে বেড়াতে গিয়ে ফেঁসে গিয়েছেন পর্যচকরা। জানা গিয়েছে, নাথু লা-তে গিয়ে আটকে পড়েছিলেন ৪০ জন পর্যটক। ছিলেন একাধিক বৃদ্ধ, মহিলা এবং শিশু।খাবার ও জলের অভাবে বিপাকে পড়েন তাঁরা। বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা তুষারাত নাথু লা থেকে উদ্ধার করেন এই পর্যটকদের।জানা গিয়েছে, সোমবারই দুর্যোগপূর্ণ সিকিমের নাথু লা থেকে ৪০ জন পর্যটককে উদ্ধার করে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা। ভারী তুষারপাতের মধ্যেই তাঁদের নিয়ে আসা হয় BRO শেল্টারে। সেখানে গরম খাবার এবং পোশাক দেওয়া হয় পর্যটকদের। BRO-র তরফে এই গোটা অপারেশনটির নাম দেওয়া হয়ছে 'স্বস্তিক'। BRO কর্মযোগীরা এই সমস্ত পর্যটককে ফের গ্যাংটক পর্যন্ত ছেড়ে আসে। DG লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরীর নেতৃত্বে এই উদ্ধারকাজ সম্পন্ন করে BRO কর্মযোগীরা।
Post a Comment