গতিহীনতায় ভুগছে সুপারফাস্টও ট্রেন!, বেগতিক ভারতীয় রেল


ODD বাংলা ডেস্ক: গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার ওঠে কি না সন্দেহ, অথচ নামের আগে ‘এক্সপ্রেস’-এর তকমা। গত ক’বছর এমন গালভরা নামের জোরেই চলছে ভারতীয় রেল। বন্দে ভারত বা তেজসের মতো ‘সেমি হাই স্পিড’ ট্রেন যে গতিতে ছোটে, তার দ্বিগুণেরও বেশি জোরে দৌড়য় ইউরোপ এবং চিন-জাপানের এক্সপ্রেস।রেলের বিভিন্ন জোনের ট্র্যাক ও সিগন্যাল বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, পরিকাঠামোগত উন্নয়ন খাতে কয়েক লক্ষ কোটি টাকা ব্যয়ের পরও দেশের এক্সপ্রেস ট্রেনগুলোর গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারই টপকায় না। দেশে ৯৩টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের। যার গতি কাগজে কলমে ঘণ্টায় ১৮০ কিলোমিটার হলেও বাস্তবে ১১০-১৩০ কিলোমিটারের বেশি গতি তোলা যায় না। অথচ চিনের এক্সপ্রেস ট্রেন চলে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার, ফ্রান্স ও জাপানে ৩২০ কিলোমিটার, স্পেনে ৩১০ কিলোমিটার, ইটালি, জার্মানি এবং ইংল্যান্ডে ৩০০ কিলোমিটার গতিতে। অর্থাৎ, অন্য তুল্যমূল্য বিচারে ভারতীয় ট্রেনের পরিস্থিতি বেশ ‘বেগতিক’ বলে মনে করছেন অনেকে। দেশের দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে এক্সপ্রেসের সংখ্যা ২ হাজার ৯৫১।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.