প্রতি ঘণ্টায় ছুটবে ২৪০ কিমি বেগে! পৃথক লাইনের খরচ কমিয়ে ‘হাইস্পিড’ বন্দে ভারত চায় রেল

ODD বাংলা ডেস্ক: এ-পর্যন্ত চালু সব বন্দে ভারতই ‘সেমিহাইস্পিড’ ট্রেন। এ বার ‘হাইস্পিড’ বন্দে ভারত চালু করার জন্য তার উপযোগী রেললাইন তৈরির উদ্যোগ শুরু হয়েছে। সারা দেশে সব লাইনেই যাতে সব ট্রেন ছুটতে পারে, সেই জন্য চালু করা হয়েছিল ব্রডগেজ লাইন। বন্দে ভারত আসার পরে এখন আবার নতুন করে চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্র, কারণ, ব্রডগেজ লাইন দ্রুততর বন্দে ভারতের গতিবেগ ধারণ করতে পারবে না।রেল মন্ত্রকের খবর, দেশে চালু ব্রডগেজ রেললাইনে ঘণ্টায় সর্বাধিক ১৮০ কিলোমিটার গতির বন্দে ভারত ছুটতে পারে। সেগুলো বন্দে ভারত এক্সপ্রেসের ‘সেমিহাইস্পিড’ সংস্করণ। এক ধাপ এগিয়ে এ বার বন্দে ভারতের ‘হাইস্পিড’ সংস্করণ চালু করতে চাইছে রেল। ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগের ওই হাইস্পিড বন্দে ভারতের জন্য পৃথক ট্র্যাকের প্রয়োজন হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.