হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন! আমরণ অনশনের হুমকি সাক্ষী, বজরংদের
ODD বাংলা ডেস্ক: ক্রমশ জটিল পরিস্থিতি তৈরি করছে ভারতীয় কুস্তিগীরদের আন্দোলন। ইতিমধ্যেই দেশের সেরা খেলোয়াড়দের আটক করা হয়েছে এবং দিল্লির যন্তর-মন্তরের সামনে থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এবার কুস্তিগীররা দাবি করেছেন যে তাঁরা নিজেদের যাবতীয় পদক মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেবেন। আর তারপর ইন্ডিয়া গেটের সামনে বসবেন আমরণ অনশনে। দেশের এই কুস্তিগীরদের তালিকায় রয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং সঙ্গীতা ফোগত। ইতিমধ্যে নিজেদের টুইটার হ্যান্ডলেও তাঁরা এই ব্যাপারে বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে কুস্তিগীররা হরিদ্বারে যাবেন এবং সন্ধ্যা ৬টায় গঙ্গা নদীতে তাঁদের যাবতীয় পদক বিসর্জন দিয়ে আসবেন। ওই বিবৃতিতে হিন্দিতে লেখা হয়েছে, 'এই পদকই আমাদের জীবন, আমাদের আত্মা। আজ এগুলো গঙ্গায় বিসর্জন করে দেওয়ার পর আমাদের আর বেঁচে থাকার কোনও মানেই হয় না। এরপর থেকে আমরা ইন্ডিয়া গেটে আমরণ অনশন করব।'
Post a Comment