সিরিয়ায় ঢুকে কুখ্যাত আইসিস নেতা আল কুরেশিকে নিকেশ করল তুর্কি সেনা
ODD বাংলা ডেস্ক: মধ্য়রাতের অভিযানে খতম ইসলামিক স্টেট অফ সিরিয়া-ইরাক বা ISIS-র কুখ্যাত জঙ্গি নেতা আবু হুসেন আল কুরেশি। সিরিয়ায় ঢুকে তাকে নিকেশ করল তুর্কির কমান্ডো ফোর্স। কুরেশির মৃত্যুর খবর জানিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোগান।দীর্ঘদিন ধরেই জঙ্গি নেতা কুরেশির হদিশ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তুর্কির গোয়েন্দা সংস্থা। রবিবার, প্রেসিডেন্ট এর্দোগান জানান, সিরিয়াতে তার গোপন আস্তানার খবর মিলতেই সেখানে হামলা চালানো হয়। তুর্কির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে এই হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি।আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-র প্রতিবেদন অনুযায়ী, ISIS-র জঙ্গি নেতাকে খতম করতে শনি ও রবিবার মধ্যরাতে অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করে গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় প্রচণ্ড গুলির লড়াই।এলাকাবাসীরা জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে গোলা-গুলি চলে। বারবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। যদিও জঙ্গি নেতা কুরেশির মৃত্যু হয়েছে কিনা, তা তাঁরা জানাতে পারেননি। অন্যদিকে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কুরেশির মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি সিরিয়ার জাতীয় সেনা (সিরিয়ান ন্যাশনাল আর্মি)।
Post a Comment