বেদেই ছিল বিজ্ঞানের সমস্ত সূত্র! ISRO চেয়ারম্যানের দাবি ঘিরে তোলপাড়


ODD বাংলা ডেস্ক: বিজ্ঞানের সমস্ত সূত্রই রয়েছে বেদে। এমনই দাবি করলেন খোদ ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র চেয়ারম্যানের দাবি, বিজ্ঞানের মৌলিক তত্ত্বগুলি আদতে ছিল বেদেই। সেখান থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। তবে পরবর্তীকালে পাশ্চাত্যের বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বগুলিই বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এস সোমনাথ আরও বলেন, "সংস্কৃত ভাষায় প্রাচীন ভারতে জ্ঞান-বিজ্ঞানের যে চর্চা চলত তার মধ্যে কোনওরকম ভাগাভাগি ছিল না। দর্শন এবং বিজ্ঞানের চর্চা প্রাচীণকাল থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িত।"ইসরোর চেয়ারম্যানের এ হেন দাবি বিজ্ঞানীমহলে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর মন্তব্য রীতিমতো শিরোনামে উঠে এসেছে। মধ্যপ্রদেশের উজ্জয়নীতে মহাঋষি পাণিনি সংস্কৃত এবং বৈদিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরো চেয়ারম্যান। সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, "বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা, স্থাপত্য, মহাবিশ্বের গঠন, ধাতুবিদ্যা, এমনকী বিমানচালনারও উল্লেখ প্রথম বেদেই পাওয়া গিয়েছিল।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.