১৫ মে থেকে শুরু জ্যৈষ্ঠ মাস, এ-মাসে এই কাজগুলি করলে জীবনে নামবে সর্বনাশ

 


ODD বাংলা ডেস্ক: বাংলা পঞ্জিকা অনুসারে আগামী ১৫ মে থেকে শুরু হবে জ্যৈষ্ঠ মাস। সূর্য বৃষ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে শুরু হয় এই মাস। বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দু-মাস জুড়ে চলে প্রখর গ্রীষ্মের দাবদাহ। হিন্দু ধর্ম অনুসারে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুলেও জ্যৈষ্ঠ মাসে কয়েকটি কাজ করবেন না। জ্যৈষ্ঠতে এই কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন ও তার বদলে সেখানে প্রবেশ করবেন অলক্ষ্মী। অলক্ষ্মীর প্রভাবে আর্থিক অনটনে জেরবার হতে পারেন আপনি। তাই জেনে নিন জ্যৈষ্ঠ মাসে কোন কোন কাজ ভুলেও করতে নেই।


* শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে ২৪ ঘণ্টার মধ্যে একবারই ঘুমনো উচিত। ভুলেও এই সময় দিনের বেলা ঘুমোবেন না। এই মাসে দুপুরে ঘুমোলে অসুখের প্রকোপ বাড়ে।


* জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে। সেই কারণে বাড়ির বাইরে এই সময় দিনের বেলা যত কম বেরনো যায়, ততই ভালো। বাড়ি থেকে বেরনোর আগে পেট ঠান্ডা রাখে এমন খাবার খেয়ে বেরনো জরুরি।


* জ্যৈষ্ঠ মাসে জলসংকট দেখা দেয় অনেক স্থানে। সেই কারণে এই মাসে বরুণ দেবের পুজো করা হয়ে থাকে। এই মাসে ভুলেও জলের অপচয় করতে নেই। জ্যৈষ্ঠ মাসে জল নষ্ট করলে রুষ্ট হন বরুণ দেব। এই মাসে যারা জলের অপচয় করে, তাদের বাড়ি থেকে টাকাও জলের মতোই বেরিয়ে যায়, প্রবল দারিদ্রের মুখে পড়ে তারা।


* শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গল বা বুড় মঙ্গল বলা হয়। এদিন বজরংবলীর আরাধনা করলে সব বিপদ থেকে তিনি উদ্ধার করেন।


* জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। এদিন কাউকে টাকা দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম।


* জ্যৈষ্ঠ মাসে বেগুন খেতে নেই। এর ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে।


* জ্যৈষ্ঠ মাসে কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে, তাঁকে কখনও খালি হাতে ফিরিয়ে দেবেন না। না হলে আপনার উপর রুষ্ট হবেন মা লক্ষ্মী ও প্রয়াত পূর্বপুরুষরা। এই কাজ করলে আর্থিক সংকট ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.