রাতভর প্রবল তুষারপাতের জের, স্থগিত কেদারনাথ যাত্রা
ODD বাংলা ডেস্ক:রাতভর নাগাড়ে ভারী তুষারপাত হিমালয়ের উচ্চ অঞ্চলে। যার জেরে বুধবার বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ যাত্রা। কোনও পুণ্যার্থীকেই আর কেদারধামের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে বর্তমানে বন্ধ রয়েছে রেজিস্ট্রেশনও। ফলে আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এই পবিত্র ধামে যাত্রা নিয়ে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে।মৌসম ভবন জানিয়েছে, আগামী দুই থেকে তিনদিন প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে। এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুণ্যার্থীদের ইতিমধ্যেই সতর্ক করেছে প্রশাসন। জানানো হয়েছে, কেদারনাথের পথে আর এগোবেন না। আবহাওয়ার উন্নতি না হলে ফের যাত্রা শুরু অনুমতি দেওয়া সম্ভব নয়।
Post a Comment