কেরিয়ারে স্থায়ীত্ব চান? অফিসের ডেস্কে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি

 


ODD বাংলা ডেস্ক: অনেকে কেরিয়ারে স্থায়িত্ব লাভ করেন আবার অনেকে পরিশ্রম সত্ত্বেও যথোপযুক্ত ফল পান না। এ ক্ষেত্রে বাস্তু শাস্ত্রের কিছু নিয়ম মেনে চললে কেরিয়ারে স্থায়িত্ব লাভ করবেন এবং অফিসের সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাবেন। জেনে নিন চাকরিতে স্থায়ীত্ব ও উন্নতি লাভের জন্য কোন বাস্তু টিপস মেনে চলা উচিত।


দিক


নিজের অফিসে এ ভাবে টেবিল ও চেয়ার রাখুন, যাতে চেয়ারে বসলে পিঠ দেওয়ালের দিকে থাকে। পীঠ প্রবেশদ্বার, জানালা বা ঈশান কোনে যাতে না-থাকে সে দিকে লক্ষ্য রাখুন। উত্তর বা পূর্ব দিকে মুখ করে কাজ করা অত্যন্ত শুভ। এর ফলে মন তরতাজা থাকবে। উত্তর কুবেরের দিক। তাই এ দিকে মুখ করে কাজ করলে অর্থ বৃদ্ধি হবে। আবার পূর্ব দিকে মুখ করে কাজ করলে উন্নতি হয়।


ডেস্ক যদি উত্তর দিকে থাকে, তা হলে ফাইল, ফোল্ডার ও ইলেকট্রনিক গ্যাজেট টেবিলের বাঁ দিকে রাখুন। তবে পূর্ব দিকে ওয়ার্ক স্টেশান থাকলে এই সমস্ত জিনিস থাকবে ডান দিকে।


টেবিলে কী রাখবেন


কেরিয়ারে স্থায়ীত্ব ও উন্নতির জন্য উত্তর-পূর্ব দিকে ক্রিস্টালের পেপার ওয়েট রাখুন। আবার টেবিলের উত্তর দিকে জলের বোতল, চা বা কফির কাপ রাখবেন। জরুরি ফাইল ও বই রাখবেন ডান দিকে। লাল বা কালো রঙের কোনও বস্তু টেবিলে রাখবেন না। টেবিলের উত্তর বা ঈশান কোণের অধিকাংশ খালি রাখা উচিত। তবে এ দিকে জলের বোতল বা ফুলদানি রাখা যেতে পারে। এই দিকে নিজের ইষ্টদেবতার ছবি রাখতে পারেন।


টেবিল কেমন হওয়া উচিত


কাজের টেবিল যেন ট্রান্সপারেন্ট না-হয়। জার্মান, লোহা বা অ্যালুমিনিয়ামের টেবিল ব্যবহার করবেন না। শীশম, সেগুন বা আখরোটের কাঠের টেবিল বানাবেন। টেবিলের কোণগুলি গোল হওয়া উচিত। টেবিলের কোনও অংশ যাতে ভাঙা না-থাকে, আবার নড়বড়ে না-হয়। আবার ডেস্কের আকার হওয়া উচিত চতুর্ভূজ বা আয়তাকৃতি। L শেপের ডেস্ক ব্যবহার করেবন না। টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১:২। টেবিল বেশি বড় হলে কাজে বিলম্ব সৃষ্টি করে।


টেবিলের পরিষ্কার-পরিচ্ছন্নতা


টেবিলটি প্রতিদিন পরিষ্কার করবেন। টেবিলের ব়্যাক বা আলমারিতে জরুরি নথি রাখবেন। কোনও পুরনো বা অপ্রয়োজনীয় কাগজ এখানে রাখবেন না।


টেবিলে কী কী রাখবেন না


অফিসের টেবিল বা ডেস্কে কাঁচ বা শীশা, কাঁচি, সূঁচ, অ্যালবাম, ফিল্মের পোস্টার, সিডি প্লেয়ার, ভিডিও গেম, পুরনো খবরের কাগজ, খাবারের প্লেট, নেতিবাচক কোনও গাছ, অ্যান্টিক মূর্তি, অপ্রয়োজনীয় বই বা খাতা ভুলেও রাখবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.