প্রকাশ্যে এল কেকে-র গাওয়া শেষ গান, মৃত্যুর দু' মাস আগে করেছিলেন রেকর্ড
Odd বাংলা ডেস্ক: দেখতে দেখতে বছর পার। আজকের দিনেই এক বছর আগে কলকাতায় শো করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র।২৬ বছরের বলিউড কেরিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লাম-সহ আরও বেশকিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠি ভাষাতেও।মারা যাওয়ার ২ মাস আগে শেষ মরাঠি গান রেকর্ড করেছিলেন কেকে। যা থাকবে আসন্ন মারাঠি ছবি ‘আমব্রেলা’য়। কেকে-র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই গানটি প্রকাশ করেছে 'আমব্রেলা' টিম। বর্তমানে এই গানটি ঝড় তুলেছে শ্রোতাদের মনে। এটি কেকে-র গাওয়া শেষ মরাঠি গান। ২০১৪ সালে মরাঠি ভাষায় প্রথম গান গেয়েছিলেন কেকে।কেকে-র রেকর্ড করা এই শেষ গানটি কম্পোজ করেছেন সন্তোষ মুলেকার। গানের নাম ‘একান্ত হাওয়া’।সন্তোষ মুলেকার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাঁর কয়েকটি কনসার্টের জন্য পিয়ানোবাদক হিসাবে তাঁর সঙ্গে কাজ করেছি। তিনি একজন দুর্দান্ত ব্যক্তি ছিলেন। আমি অবশ্যই শেয়ার করব যে, মারাঠি সিনেমার প্রতি কেকে-এর অপরিসীম ভালোবাসা ছিল এবং তিনি খুব ভালোভাবেই মরাঠি ভাষায় কথা বলতে পারতেন।’ মরাঠি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ৯ জুনে।
Post a Comment