সকালে কড়া রোদ, বিকেল হলেই ঝড়-বৃষ্টি! আগামী সপ্তাহে কি তবে ফের হাওয়া বদল?

ODD বাংলা ডেস্ক: একের পর এক কালবৈশাখীতে স্বস্তিতে বাংলা। ঝড়ে লন্ডভন্ড অবস্থা জেলায় জেলায়। ঝোড়ো হাওয়ায় সন্ধ্যার পর অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলছে। সকালে গরম এবং গুমোট ভাব থাকলেও বিকেলের পর থেকেই প্রবল ঝড়-বৃষ্টি দেখা যাচ্ছে জেলায় জেলায়। বাদ পড়ছে না শহর কলকাতাও।কলকাতা শহরের তাপমাত্রাও অনেকটাই কমেছে। সকালের দিকে রোদের তেজ থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতে না হতেই ঝড়-বৃষ্টি শুরু হচ্ছে মহানগরে। তবে শনিবারের পর থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হবে। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে ফের একবার তাপমাত্রা বাড়বে কলকাতায়।শনিবারও ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম। সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টিপাত। বিকেলের দিকে জেলায় জেলায় দেখা যেতে পারে কালবৈশাখী। ফলে তাপমাত্রার পারদও কমবে বেশ কিছুটা। এদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার পর্যন্ত উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.