ঠোঁটের কালচেভাব দূর করবেন কীভাবে
ODD বাংলা ডেস্ক: নানা কারণের উপর ঠোঁটের রঙ নির্ভর করে। কারও কারও ক্ষেত্রে ঠোঁট কালচেভাব হয় বংশগত কারণে। কারও আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। অনেকসময় ভিটামিনের অভাব থেকেও ঠোঁট কালো দেখাতে পারে। তবে নিয়মিত যত্ন নিলে ঠোঁটের কালচেভাব দূর করা যায়।
কালচেভাব দূর করতে যা করবেন-
লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। এ কারণে লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। মৃত চামড়া উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।
নারকেল তেল: ত্বকের যে কোনো সমস্যা দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু' একবার করলে উপকার পাবেন।
অলিভ অয়েল: ত্বক হোক বা চুল, যত্ন নিতে অলিভ অয়েলের জুড়ি নেই। ঠোঁটের কালো ছোপ দূর করতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এজন্য আধ চা চামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।
গোলাপজল: ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চা চামচ মধুতে দু' ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে তিন বার লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচেভাব।
বেদানা: একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।
শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে দু' তিন চাকা থেঁতো করে নিন। এই পেস্টটা ঠোঁটে লাগিয়ে ১৫-২০মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে উপকার পাবেন।
Post a Comment