এ কোন অশনি সংকেত! প্রবল ঝড়ে ভেঙে পড়ল মহাকালেশ্বর মন্দিরের একের পর এক মূর্তি

ODD বাংলা ডেস্ক: ভেঙে পড়ল মহাকালেশ্বর মন্দিরের একের পর এক শিবমূর্তি। রবিবার রাতের প্রবল ঝোড়ো হাওয়ায় মহাকাল লোক করিডর প্রকল্পের এই মন্দিরের মোট ছ'টি মূর্তি ভেঙে গিয়েছে বলে খবর।গত বছর অক্টোবর মাসে মহাকাল লোক করিডর প্রকল্পের প্রথম দফার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্পূর্ণ প্রকল্পের জন্য ৮৫৬ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। কেবলমাত্র প্রথম দফায় খরচ হয়েছে ৩৫১ কোটি টাকা। উজ্জইয়ের কালেক্টর কুমার পুরুষোত্তম বলেন, "মহাকাল লোক করিডরে এই মন্দির চত্বরে মোট ১৬০টি মূর্তি স্থাপিত হয়েছিল। প্রবল ঝড়ের জেরে তার মধ্যে ছ'টি মূর্তি ভেঙে পড়েছে। তবে এই ভেঙে পড়া মূর্তিগুলি মন্দিরের ভিতরে নয়, মহাকাল লোক করিডরে স্থাপিত ছিল। খুব দ্রুত এগুলি পুনরায় নির্মাণ করে স্থাপন করা হবে।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.