বড়সড় নাশকতার ছক থেকে রক্ষা পেল কাশ্মীর! পুলওয়ামায় উদ্ধার প্রচুর পরিমাণে IED
ODD বাংলা ডেস্ক: নিরাপত্তাবাহিনীর তৎপরতায় বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল পুলওয়ামা। এক যুবকের কাছ থেকে প্রচুর পরিমাণে আইডি উদ্ধার করল পুলিশ। একটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। উপত্যকা পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ধৃত যুবকের নাম ইশফাক আহমেদ ওয়ানি। পুলওয়ামার আরিগামের বাসিন্দা সে। তার কাছ থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোগ্রাম আইডি উদ্ধার করা হয়েছে। পুলওয়ামায় নাশকতা ঘটনার জন্য এগুলি সংগ্রহ করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে টুইট বার্তায় পুলিশের তরফে জানানো হয়েছে। কোথা থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল, ধৃতকে জিজ্ঞসাবাদ করে জানার চেষ্ট করছে পুলিশ।
Post a Comment