মেকআপ স্পঞ্জের যত্নে

 


ODD বাংলা ডেস্ক: মেকআপ করতে ভালবাসেন না এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। এই বিষয়টি নারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। প্রসাধনী ভালো কি মন্দ এই নিয়েও চলে গবেষণা। কিন্তু সব কিছুর আড়ালে পড়ে থাকে প্রসাধনীর অন্যান্য উপকরণের ক্ষেত্রে সাবধানতা। যেটি আপনার ত্বকের জন্যে ভীষণ ক্ষতিকর। দীর্ঘদিন ব্যবহৃত ময়লা স্পঞ্জ কিংবা ব্রাশ ব্যবহারে হতে ত্বকের মারাত্মক ক্ষতি। চলুন তাহলে জেনে নেই কিভাবে জীবাণুমুক্ত করবেন মেকআপ স্পঞ্জ: 


মাইক্রোওয়েভে দু’মিনিটেই স্পঞ্জ পরিষ্কার করা যায়। মাইক্রোওয়েভে রাখা যায় এমন একটি পাত্রে জল ও তরল সাবান মিশিয়ে নিন। এবারে এক মিনিটের জন্য পাত্রটি মাইক্রোওয়েভে গরম করে নিন। ব্যাস, ঠাণ্ডা হলেই দেখবেন স্পঞ্জটি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে ঠাণ্ডা জলে ধুয়ে সাবান বের করে নিয়ে রোদে শুকিয়ে নিন।

আরও একটি পদ্ধতি হচ্ছে একটি পাত্রে অলিভ অয়েল ও তরল সাবান দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটিতে স্পঞ্জ ভিজিয়ে রাখলেই দেখবেন দারুণ ভাবে পরিষ্কার হয়ে যাবে।  


মেকআপের স্পঞ্জ পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হল সেটিকে সাবান জলে ভিজিয়ে রাখা। একটি পাত্রে গরম জল নিন, এতে সামান্য সাবান দিয়ে আধ ঘণ্টা স্পঞ্জগুলি ডুবিয়ে রাখুন। এরপর স্পঞ্জ থেকে জল বের করে নিন এবং স্বাভাবিক জলে ভাল করে ধুয়ে নিন পুরোপুরি শুকিয়ে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.