জামাইষষ্ঠীর আগেই বঁটি দিয়ে জামাইয়ের কান কাটল শাশুড়ি, শ্বশুরবাড়িতে তুলকালাম


ODD বাংলা ডেস্ক: মদ্যপান করে শ্বশুরবাড়িতে এসে চেঁচামেচি করছিল জামাই। এমনকি শ্বশুরবাড়িতেই স্ত্রীর সঙ্গে ঝগড়াও করতে শুরু করে জামাই। আর সেই পরিস্থিতি দেখে গুণধর জামাইকে বটি দিয়ে কান কাটার অভিযোগ ওঠে শাশুড়ির বিরুদ্ধে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নিমাসরাই এলাকায়।আহতকে ভর্তি করানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আক্রান্ত জামাইয়ের বাঁ কানে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। আক্রান্ত জামাই শাশুড়ি নিতলা চৌধুরির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.