বাংলাদেশ হয়ে মায়ানমার যাবে ঘূর্ণিঝড় মোকা: মমতা
ODD বাংলা ডেস্ক:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। আমফান, ইয়াসের স্মৃতিতে ফের আশঙ্কিত বাংলা। বিগত বছরের দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে সতর্ক রাজ্য সরকার। যদিও মৌসম ভবনের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী তাণ্ডব-দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়, তবুও আচমকা গতিপথ পরিবর্তন হলেও সদা সতর্ক রাজ্য সরকার, বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নে সাংবাদিক বৈঠক থেকে আবহাওয়ার সাম্প্রতিকতম রিপোর্ট জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। আগের ঘূর্ণিঝড়গুলো আমরা সামলেছি এবারেও সতর্ক।''একইসঙ্গে ওয়েদার রিপোর্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ''দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে আন্দামানে আজ অর্থাৎ ৮ মে সকাল সাড়ে আটটা নাগাদ একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ১০ তারিখ নাগাদ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যেহেতু আন্দমানের পাশেই বাংলা, এর জেরে ৯ তারিখ ও ১০ তারিখ এখানে ঝড়বৃষ্টি হতে পারে। এখনও যা রিপোর্ট তাতে বাংলাদেশ হয়ে মায়ানমার চলে যাবে।''
Post a Comment