অবিরাম বৃষ্টি,নাকি গুমোট গরম! চলতি বছর কেমন হবে বর্ষা?

ODD বাংলা ডেস্ক: চলতি বছর বিলম্বে প্রবেশ করতে চলেছে বর্ষা। কিন্তু, আদৌ বৃষ্টি স্বাভাবিক হবে তো? এই নিয়ে চড়ছিল দুঃশ্চিন্তার পারদ। যদিও চলতি বছরের বর্ষা নিয়ে খুশির খবর শোনাল মৌসম ভবন। শুক্রবার জানানো হয়েছে, এই বছর স্বাভাবিক হবে বর্ষা।সেক্ষেত্রে এই বছরকে নিয়ে পাঁচ বছর পরপর স্বাভাবিক হল বর্ষা। স্বাভাবিকভাবেই এর সুফল পড়বে অর্থনীতির উপর। উল্লেখ্য, কেরালাতে বর্ষা প্রবেশ করতে চলেছে ৪ জুন। অন্যান্য বছর স্বাভাবিকভাবে ১ জুন সবার প্রথম কেরালাতে প্রবেশ করে মৌসুমী বায়ু। কিন্তু, এই বছর নির্ধারিত সময়ের থেকে বিলম্বে প্রবেশ করছে বর্ষা। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কেরালাতে দেরিতে প্রবেশ করলেই যে বাংলাতেও বর্ষার প্রবেশ বিলম্বে হবে, তা ঠিক নয়।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.