আপনার প্রিয় সাবানই আপনাকে ‘মাসকিটো ম্যাগনেটে’ পরিণত করেছে!

 


ODD বাংলা ডেস্ক: আমাদের অনেকেরই প্রিয় সাবানের ব্র্যান্ড রয়েছে। এখন জানা যাচ্ছে, মশাদেরও নাকি বিভিন্ন ব্র্যান্ডের সাবান পছন্দ! একটি নতুন গবেষণায় দেখা গেছে, আপনার পছন্দের সাবান অন্যদের তুলনায় বেশি মশাকে আকর্ষণ করতে সক্ষম- তা আপনার ত্বক যতই পরিষ্কার হোক না কেন। খবর গার্ডিয়ানের।  


পূর্ববর্তী কিছু গবেষণা অনুযায়ী, মশা নির্দিষ্ট গন্ধের দিকে তাড়িত হয়, বিশেষত একবার যখন তারা মানুষের ত্বকের গন্ধ শনাক্ত করে।


কিন্তু এবার ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, ডাভ বা সিম্পল ট্রুথ ব্র্যান্ডের সাবান ব্যবহার করলে মশার মতো উপদ্রবকারী কীট ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়। এটি আইসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।


স্টাডি ফাইন্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, মশারা নারকেলের সুগন্ধযুক্ত সাবান এড়িয়ে চলে। ফলত সঠিক সাবান নির্বাচন করা গেলে মশার কামড়ের হাত থেকে কিছুটা হলেও নিস্তার সম্ভব; ম্যালেরিয়া এবং অন্যান্য মশাবাহিত মারাত্মক রোগের বিস্তারও কমবে। 


গবেষণায় নেতৃত্বদানকারী ভার্জিনিয়া টেকের ক্লেমেন্ট ভিনঅগার বলেন, "হয়তো এক ধরনের সাবান ব্যবহারের পর কোনো ব্যক্তি মশাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। আবার বিপরীতক্রমে, অন্য কোনো সাবান ব্যবহারের পর দেখা যাবে, মশারা তার কাছেই ভিড়ছেনা।"


একাধিক পরীক্ষায় দেখা গেছে, ডাভ এবং সিম্পল ট্রুথের সাবান ব্যবহারের পর মশার আকর্ষণ বেড়েছে, অন্যদিকে নেটিভ ব্র্যান্ডের সাবানের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা।


নেটিভের সাবানের প্রতি মশার এমন বিকর্ষণের সম্ভাব্য কারণ হিসেবে ভাবা হচ্ছে এর নারকেলি গন্ধকে। আগেও কিছু প্রমাণ পাওয়া গেছে যে, নারকেল তেল মশার জন্য একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে।


গবেষকদের মতে তাই, এই গরমে এসব 'রক্তচোষা'দের এড়ানো অনেকটাই নির্ভর করছে সঠিক সাবান এবং উপযুক্ত পোশাক বেছে নেওয়ার ওপর।


আসলে কেন কিছু মানুষ মশাকে চুম্বকের মতো আকৃষ্ট করে, আর কেনইবা কাউকে মশা একটি কামড়ও বসায় না, তার পেছনে রয়েছে অনেক তত্ত্ব।


গবেষণাটির সহ-লেখক এবং জীববিজ্ঞানী ক্লোয়ি বলেন, "সাবান ব্যবহার করলেও প্রত্যেকের গায়ের গন্ধ আলাদা। আপনার শারীরবৃত্তীয় অবস্থা, জীবনধারা, খাদ্যাভ্যাস সবকিছুই এখানে প্রভাবক।"


গবেষণার জন্য এক ঘণ্টার ব্যবধানে চারজন স্বেচ্ছাসেবকের ত্বকের ঘ্রাণ তথা বডি অডোর বিশ্লেষণ করা হয়েছিল। তারা ডায়াল, ডাভ, নেটিভ এবং সিম্পল ট্রুথ এই চার ব্র্যান্ডের সাবান ব্যবহার করেন। গবেষকদের দলটি সাবানগুলোর 'সেন্ট প্রফাইল'ও পরীক্ষা করে দেখে।


প্রতিটি অংশগ্রহণকারীরই আলাদা অডোর ছিল, যার মধ্যে কিছু অন্যদের চেয়ে বেশি মশাকে আকৃষ্ট করছিল। সাবান ব্যবহারের পর এই অডোরে পরিবর্তন আসে। 


গবেষণার জন্য স্ত্রী এডিস মশা ব্যবহার করা হয়। উল্লেখ্য, কেবলমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত পান করে থাকে। এসব মশার কামড়ে ডেঙ্গু, পীতজ্বর, চিকুনগুনিয়া এবং জিকার মতো রোগ ছড়াতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.