গরমে নখের যত্নে

 


ODD বাংলা ডেস্ক: এই গরমে নখের সমস্যাও বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। গরমে নখের যত্ন নেওয়ার জন্য কয়েকটা কাজ করতে পারেন। কারণ যারা নখ নিয়ে খুঁতখুঁত করেন তাদের এই পরামর্শ কাজে আসতে পারে। 


নখ আর্দ্র রাখুন

নখ আর্দ্র রাখার জন্য একাধিক কাজ করতে পারেন। তবে হাত ভিজিয়ে রেখে নখ আর্দ্র রাখা যায় না। সেজন্য আপনায় অবশ্যই প্রচুর জল পান করতে হবে। এছাড়া মৌসুমি নানা ফল খেতে হবে। শরীর আর্দ্র থাকলে নখও আর্দ্র থাকবে। 


গ্লাভস ব্যবহার করুন

গরমে বাইরে বের হলে হাতে গ্লাভস ব্যবহার করুন। এভাবে আপনার হাতে রোদের সরাসরি সংস্পর্শ হবে না এবং আপনিও নিরাপদ থাকতে পারবেন। 


অ্যাসিটোন এড়িয়ে চলা

নখে অ্যাসিটোনযুক্ত প্রসাধনী ব্যবহার করবেন না। এই প্রসাধনী আপনার নখের ক্ষতি করে। পরিবর্তে বাদামের তেল ব্যবহার করুন নখে। 


নেইলপলিস এড়িয়ে চলুন

গরমে ঘন ঘন নেইলপলিস দেয়া থেকে বিরত থাকুন। আপনার নখের কোনো ক্ষতি যেন না হয় সেজন্যই এই ব্যবস্থা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.