নাকের মেকআপেও মন দিন
ODD বাংলা ডেস্ক: নাকের শেপটা নিয়ে চিন্তার যেন শেষ নেই। একটু গোলাকার, চ্যাপ্টা কিংবা বোঁচা আকৃতির নাক হলেই মন খারাপ হয়। অনেকে ভাবেন আমার সাজটাই অপূর্ণ রয়ে গেলো নাকের জন্য। তবে প্রত্যেকের চেহারার সঙ্গে নাকের শেপের সমন্বয়েরও ব্যাপার আছে। তাই প্রতিটি নাকে আকৃতিরও আলাদা সৌন্দর্য আছে। নাকে সবসময় ছোটখাট কিছু সমস্যা থাকে। তারমধ্যে ব্ল্যাকহেডটা বেশি ভোগায়। এজন্য টুথপেস্ট রাব করুন। ২০ মিনিট পর ধুয়ে নিন। নাকের ত্বক ঠিক থাকলে মেকআপটাও জম্পেশ হবে। কিন্তু নাকের মেকআপ আলাদা গুরুত্ব দিয়ে কিভাবে করবেন সে বিষয়ে রইলো পরামর্শ:
কন্ট্যুরিং করুন
প্রথমেই কন্টুরিং এর দিকে মনোযোগ দিন। স্কিন টোনের চেয়ে এক শেড ডার্ক ফাউন্ডেশন ও হাইলাইটার ব্যবহার করুন। কন্টুরিং যখন করবেন তখন দুই পাশে ভুরুর কাছ থেকে শুরু করতে হবে। ব্রাউন লিপ বর্ডার দিয়ে কন্ট্যুর লাইন বানিয়ে নাকের মাথা পর্যন্ত দাগ টেনে নিতে হবে। তারপর নাকের মাথায় দুই পাশে দুটো ফার্স্ট ব্রাকেটের মতো দাগ টেনে নিতে হবে। দাগের বাইরের দিকে ডার্কার শেডের ফাউন্ডেশন লাগিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে।
হাইলাইট করতে হবে
কন্ট্যুরিং শেষ হতেই হাইলাইট করতে হবে। নাকের দুই পাশের লাইনের মাঝের অংশে পাতলা ব্রাশ দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করতে হবে। খেয়াল রাখবেন, খুব বেশি দেবেন না।
মেকআপ ভালোভাবে ব্লেন্ড করুন
নাকের মেকআপ ভালোভাবে ব্লেন্ড হয়েছে কি-না দেখে নিন। নাকের শার্পনেস বজায় রাখার জন্য মেকআপটি ঠিকঠাক ব্লেন্ড করাতে হবে। এভাবে চেহারায় আলাদা একটা ঔজ্জ্বল্যও আসবে।
ব্লাশন লাগান
যারা মুখ লম্বাটে দেখাতে চান তারা চিকবোনের নিচে হাইলাইট করে ব্লাশন লাগান। তারপর স্কিন টোনের থেকে এক শেড গাঢ় ফাউন্ডেশন থুতনি ও হেয়ারলাইন বরাবর লাগান। এভাবে মুক অনেকটা লম্বাটে দেখাবে এবং আপনার নাকের শেপও সুন্দর হবে।
Post a Comment