মদের গ্লাস হাতে নিয়েই নেটদুনিয়ায় ট্রোলের শিকার 'পটল কুমার'


ODD বাংলা ডেস্ক:একসময়ের জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা-র পটলকে নিশ্চয় অনেকেরই মনে আছে।তবে এখন সে আর ছোট্টটি নেই, বরং তাঁর কেরামতির চক্করে চোখ কপালে বাকিদের। বয়স হয়তো ১৫/১৬ পেরোয় নি, তাঁর আগেই মদের গ্লাস হাতে নিয়েছে পটল কুমার অর্থাৎ হিয়া দে! তাঁর এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। পরনে কালো পোশাক, সঙ্গে মদের গ্লাস?…তাঁর এই কাণ্ডে হইহই সোশ্যাল মিডিয়ায়। সেই ছোট্ট পটল কিনা মদ খাচ্ছেন? কেউ কেউ প্রকাশ্যে বললেন, বাবা মায়েরা তাকিয়ে দেখেন না কেন? কিন্তু আসলেই কি মদ খাচ্ছেন তিনি? তাঁর লোকেশন কার্টেসি বলছে, কফি শপে বসে রয়েছেন। সুতরাং সেখানে বসে মদ খাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। যদিও পরে ছবির ক্যাপশন পাল্টে নিজেই লিখলেন, এটি ক্রানবেরি কফি। তবে, ট্রোলিং! সে তো আর স্থান কাল পাত্র দেখে না… ফলেই বেজায় বিপদে পড়েছেন পটল!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.