পিরিয়ডের ব্যথায় করণীয়

 


ODD বাংলা ডেস্ক: পিরিয়ডের ব্যথা হওয়া একটি স্বাভাবিক ঘটনা। এটি মাসিক চক্রের একটি স্বাভাবিক অংশ। বেশিরভাগ নারীই জীবনের কোনো এক সময়ে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে পিরিয়ডের ব্যথা তেমন তীব্র বা জটিল রূপ ধারণ করে না। তবে পিরিয়ডের ব্যথা উপশমের কিছু পরামর্শ দিয়েছেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রোখসানা খানম। চলুন জেনে নেই: 


পিরিয়ডের ব্যথা কমানোতে গরম সেঁক খুবই কার্যকর। একটি ‘হট ওয়াটার ব্যাগ’ তোয়ালে অথবা মোটা গামছা দিয়ে মুড়িয়ে পেটের ওপর রাখতে পারেন। হট ওয়াটার ব্যাগ ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন।

আদা পিরিয়ডের ব্যথা কমাতে পারে। যারা নিয়মিত পিরিয়ডের ব্যথায় ভুগেন, তারা পিরিয়ডের ব্যথা শুরু হওয়ার আগেই আদা খাওয়া শুরু করতে পারেন। আদা কুচি করে এমনি এমনি খেতে পারেন অথবা গরম জল অথবা চায়ের সাথে মিশিয়ে পান করতে পারেন। মাসিকের প্রথম ৩–৪ দিন দৈনিক তিন-বেলা করে এভাবে আদা কুচি খেতে পারেন।

পিরিয়ডের ব্যথা কমানোর একটি ভালো উপায় হলো শ্বাসের ব্যায়াম করা। এক্ষেত্রে বুকের ওপরে এক হাত আর পেটের ওপরে আরেক হাত রাখুন নাক দিয়ে বড় করে শ্বাস নিন।


পিরিয়ডের সময়ে ব্যথার কারণে ব্যায়াম করার ইচ্ছা না-ই থাকতে পারে। তবে সম্ভব হলে হাঁটাচলার মতো হালকা ব্যায়াম করুন।

তলপেট ও এর আশেপাশে আলতোভাবে ম্যাসাজ করলে সেটি ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করুন। যোগব্যায়াম ও মেডিটেশন ব্যথা ও অস্বস্তির অনুভূতি থেকে মনোযোগ সরিয়ে নিতে সাহায্য করতে পারে।

কুসুম গরম জল দিয়ে স্নান করার মাধ্যমে পিরিয়ডের ব্যথা কমানো যায়। এটি আপনাকে রিল্যাক্স করতেও সাহায্য করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.