পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন এই ব্যক্তিরা, আদর্শবান কারা? জানাবে আপনার গ্রহ-নক্ষত্র

 


ODD বাংলা ডেস্ক: ব্যক্তিত্ব গঠন একটি কঠিন কাজ। জ্যোতিষ মতে, কোষ্ঠীতে উপস্থিত গ্রহ-নক্ষত্রের পরিস্থিতি ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে তোলে। গ্রহ-নক্ষত্রের প্রভাব অনুযায়ী কেউ চরিত্রবান ও ব্যক্তিত্ববান হন, আবার কারও ক্ষেত্রে সমস্যা দেখা যায়। জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে কিছু নিয়ম উল্লিখিত রয়েছে, যা দেখে ব্যক্তির চরিত্র ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। কোন গ্রহের প্রভাবে জন্মেছেন আবার সে সময়ে কোন কোন গ্রহের যুতি ছিল, কোন গ্রহের অবস্থান কোন স্থানে ছিল, সে সবের মাধ্যমে এই রহস্যের সমাধান করতে পারেন। সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল।


১. সূর্য-শনি, চন্দ্র-শনি বা সূর্য-চন্দ্রের যুতিতে যে জাতকের জন্ম, তাঁরা অধীর হন। এঁরা সাফল্যের সঙ্গে নিজের সম্পর্ক পালন করতে পারেন না। সম্পর্ক মজবুত রাখতে অক্ষম এঁরা। তবে কোনও একটি যুতিতে বৃহস্পতি উপস্থিত থাকলে জাতক একটি সম্পর্ক পালন করতে পারে।


২. কারও কোষ্ঠীতে বৃহস্পতি-শনি বা বৃহস্পতি-শুক্রের যুতি থাকে বা তাঁরা পরস্পরকে দেখতে থাকে, সেই জাতক মনের দিক থেকে খুব ভালো। এঁরা নিজের প্রেমীকে প্রতারিত করে না।


৩. লগ্ন ও সপ্তম কক্ষে মঙ্গল-শুক্র বিরাজ করলে জাতক একজন মাত্র ব্যক্তির দ্বারা সন্তুষ্ট হন না। তবে এই যুতিতে বৃহস্পতি থাকলে জাতক শুভ ফল পেতে পারেন। তা না-হলে অশুভ ফলই লাভ করার সম্ভাবনা প্রবল।


৪. জ্যোতিষ মতে মঙ্গল-শুক্র-রাহু সপ্তম বা অষ্টম স্থানে থাকলে সেই জাতকের একাধিক স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আবার কোনও মহিলার কোষ্ঠীতে এই যোগ থাকলে তাঁদের প্রচুর বন্ধুবান্ধব হবে।


৫. তবে কোষ্ঠীতে বৃহস্পতি ও শনির যুতি সৃষ্টি হলে সেই জাতক অত্যন্ত শক্তিশালী চরিত্রের অধিকারী হন।


৬. আবার সূর্য, চন্দ্র ও শুক্রের যুতি হলে বা চন্দ্র, মঙ্গল, বুধের যুতি হলে জাতক তেজস্বী হয়। তব এঁরা পরস্ত্রীর ওফর রুচি রাখেন।


৭. শাস্ত্র মতে কোনও ব্যক্তির কোষ্ঠীতে বুধ, চন্দ্র, শুক্র সপ্তম স্থানে থাকলে ও লগ্নে রাহু থাকলে সেই জাতকের চরিত্র ভালো হয় না। নিজের স্ত্রীকে ভুল কাজ করতে বাধ্য করে এমন ব্যক্তি।


৮. লগ্নের অধিপতি দ্বিতীয় ও ষষ্ঠ স্থানের অধিপতির সঙ্গে সপ্তম স্থানে পাপ গ্রহের সঙ্গে বিরাজ করলে সেই জাতক একটি সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকতে পারে না।


৯. বুধ ও শুক্র লগ্নে বিরাজ করলে এবং সপ্তম স্থানে মঙ্গল তার ওপর দৃষ্টি রাখলে সেই জাতকের চরিত্র সন্দেহপূর্ণ হয়।


১০. জ্যোতিষ মতে সপ্তম কক্ষের শুক্র দ্বিতীয় কক্ষের অধিপতির সঙ্গে বিরাজ করলে এবং তাতে মঙ্গল, রাহুর দৃষ্টি থাকলে এমন পুরুষের একাধিক স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এঁরা কামাতুর প্রবৃত্তির হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.