বৃহস্পতিতে ঝেঁপে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! ‘মোকা’ নিয়ে কী জানাল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: দক্ষিণবঙ্গের জন্য বৃহস্পতিতেও স্বস্তির বার্তা। বৃহস্পতিবার দিন ভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টিতে ভিজবে কলকাতা শহরও। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। শুক্রবার থেকে সামান্য বদল আসতে পারে আবহাওয়ায়। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বরং কলকাতা–সহ বাকি জেলাগুলিতে আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই হাওয়া অফিস জানিয়েছে। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কয়েক দিনের জন্য বেশি থাকার পর রাজ্যের বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারও আগে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মোকা’। যদিও ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা ঠিক কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে আবহবিদরা এখনও কিছু জানাননি।
Post a Comment