আজ বৃষ্টির সঙ্গে ৫০ কিমিতে বইবে ঝড়! কোথায় হবে শিলাবৃষ্টি, জানুন

ODD বাংলা ডেস্ক: আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব  মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে শিলাবৃষ্টিও হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির প্রাবল্য কমবে। সেদিন অবশ্য ঝড় উঠবে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.