LGBTQIA+দের ঘিরে কিছু বিষয় পর্যালোচনা করতে নয়া কমিটি গঠনের পথে কেন্দ্র
ODD বাংলা ডেস্ক: সমলিঙ্গ বিবাহকে মান্যতা আইনত দেওয়া হবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে চলছে মামলা। এদিকে, বুধবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে, সমলিঙ্গ বিবাহ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করতে সম্মত। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন এই কমিটি পর্যালোচনা করবে, সমলিঙ্গ বিবাহ বিষয়ে ন্য়ূনতম সামাজিক সুবিধার ক্ষেত্রের নান দিক। কেন্দ্র জানিয়েছে, প্রশাসনিক দিক থেকে এই বিয়ের সামাজিক সুবিধা সম্পর্কিত দিকগুলি খতিয়ে দেখতে কমিটি গঠনে কেন্দ্র সম্মত। তবে বিপক্ষের আইনজীবীর দাবি, এই ক্ষেত্রটি শুধু ‘প্রশাসনিক’ কেন হবে, তার বাদে বাকি দিকগুলিও পর্যালোচিত হোক। তার প্রেক্ষিতে কোর্ট বলে, পদক্ষেপ ছোট হলেও, অনেক সময় তার অর্থবহ দিক থাকে। তুষার মেহতা জানান, কেন্দ্রীয় সরকার মনে করছে, এই বিষয়গুলি একাধিক মন্ত্রিসভার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সম্ভব। তাই ক্যাবিনেট সচিবই এই কমিটির নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছেন তুষার মেহতা।
Post a Comment