গরমে পেট ঠাণ্ডা রাখতে
ODD বাংলা ডেস্ক: গরমে পেটের সমস্যা যেন পিছু ছাড়তে চায় না। ডায়েটের সামান্য পরিবর্তনেই পেট খারাপ হয়ে যায়। তাই গরমে পেটের যত্ন নেওয়া জরুরি। চলুন জেনে নেই কোন পানীয় পানে গরমে আরাম মেলে:
মৌরি জল
পেট ঠাণ্ডা রাখতে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা কমানোয় — মৌরির জুড়ি মেলা ভার। পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সকালে খেতে পারেন মৌরি ভেজানো জল। মৌরিতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে দেয় না।
পুদিনা জল
পেটের খেয়াল রাখতে পুদিনার বিকল্প হয় না। ওজন কমাতেও এটি কার্যকর। গরমে শরীর ঠাণ্ডা করতে পুদিনাপাতা ভেজানো জল খেতে পারেন।
কিশমিশ ভেজানো জল
কিশমিশের যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। গরমে সুস্থ থাকতে কিশমিশ ভেজানো জল বেশ উপকারী। খালি পেটে খেলে বেশি উপকার পাবেন।
Post a Comment