রাস্তা থেকে কোনো প্রাণী কুড়িয়ে আনলে
ODD বাংলা ডেস্ক: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-অফিস থেকে ফেরার পথে আচমকা শব্দ পেয়ে দেখলেন একটি অসহায় বেড়াল নাহয় কুকুরছানা। অনেকেই ওদের বাড়ি নিয়ে আসেন। বাড়িতে আনার পর আবার এক দুশ্চিন্তা। পালতে চাচ্ছেন। কিন্তু যদি কোনো বাজে রোগ ছড়ায়? সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। স্ট্রিট প্রাণীদের অ্যাডপ্ট করতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি এই যেমন:
প্রথমেই প্রাণীর আচার ব্যবহার পর্যবেক্ষণ করুন
রাস্তা থেকে কোনো প্রাণী আনার পর অনেকক্ষণ পর্যবেক্ষণ করুন। কারণ রাস্তায় অনেক সময় প্রাণীরা অনিরাপদ বোধ করে। বাড়িতে এসে তারা আস্তে আস্তে থিতু হলে কিছু আচরণ প্রকাশ করে। সেসব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে দ্রুত ভেটের কাছে নিয়ে যান। আর যদি কিছুটা স্বাভাবিক হয় তাহলে পরের কাজটি করুন।
স্নান করান
বিড়াল বা কুকুরকে ঘন ঘন স্নান করাতে নেই। বিশেষত বিড়াল তো জল পছন্দ করেই না। তাও রাস্তা থেকে কুড়িয়ে আনা প্রাণীকে স্নান করাতেই হবে। বাইরে থাকা অবস্থায় অনেক নোংরা জায়গাতেই এরা ঘুরাঘুরি করেছে। তাই স্নান করিয়ে এদের উষ্ণ করার ব্যবস্থা নিন।
সপ্তাহ শেষে ভেটের কাছে নিন
সপ্তাহ শেষে ভেটের কাছে একবার চেকআপের জন্য নিন। কারণ প্রাণীদের এমন অনেক রোগ আছে যা আপনার জন্যেও ক্ষতিকর হতে পারে। তাই ভেটের কাছে নিয়ে পরীক্ষা করে নিন।
ধৈর্য্য ধরুন
রাস্তা থেকে কুড়িয়ে আনা প্রাণীকে বশ মানাতে হবে। কারণ এরা প্রথমেই অবাধ্য থাকে। আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারা অথবা আপনার সঙ্গে অভ্যস্ত না হওয়া পর্যন্ত এরা কিছু ঝামেলা করবেই। এসময় আপনাকে ধৈর্য্য ধরে রাখতে হবে। আপনি যদি পালতেই চান, আপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জেনে নিন।
প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করুন
আস্তে আস্তে কুড়িয়ে আনা প্রাণীকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করুন। তা করলে আস্তে আস্তে প্রাণীটি আপনার সঙ্গে অভ্যস্ত হবে। মনে রাখতে হবে, কুকুর বা বিড়াল বড় হয়ে গেলে ট্রেইন করা কঠিন।
Post a Comment