রাস্তায় হঠাৎ বৃষ্টি? সঙ্গে যা রাখবেন

 


ODD বাংলা ডেস্ক: বর্ষাকাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। তারপরও হুটহাট বৃষ্টি চলে আসছে। এ পরিস্থিতিতে অফিসগামী যাত্রীদের পড়তে হচ্ছে বেশ বিপাকে। এ কারণে হঠাৎ বৃষ্টি এলে তা মোকাবিলার প্রস্তুতিও থাকতে হবে সঙ্গে।


সঙ্গে যা রাখবেন-


ব্যাগে ছাতা কিংবা বর্ষাতি (রেইনকোট) রাখুন। বাজারে অনেক দোকানে এখন ব্যাগে বহন করা যায় এমন ছোট সাইজের ছাতা ও রেইনকোট পাওয়া যায়। এসব নিজের সঙ্গে রাখুন।


মোবাইল ফোন আর ওয়ালেট বৃষ্টির হাত থেকে বাঁচাতে অবশ্যই সঙ্গে একটা ওয়াটারপ্রুফ কাভার রাখবেন ।


হঠাৎ করে বৃষ্টিতে জুতা ভিজে গেলে তা দ্রুত শুকোনোর ব্যবস্থা নিন। এক্ষেত্রে অফিসে সবসময় একজোড়া বাড়তি জুতা রাখাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে অন্তত ভেজা জুতা পায়ে থাকতে হবে না। অফিসে পৌঁছে পাল্টে নিতে পারবেন।


ব্যাগে ছোট একটি তোয়ালে রাখতে পারেন যাতে শরীর ভিজে গেলে মুছে নেওয়া যায়।


বৃষ্টির দিনে জর্জেটের কাপড় মেয়েদের জন্য বেশ ভালো। কারণ দ্রুত শুকিয়ে যায়। আর ছেলেরা মোটা জিন্স এড়িয়ে চলতে পারলেই ভালো।


অনেক কাপড়ে বৃষ্টির জল লেগে ছোট ছোট কালো দাগ পড়ে। এ কারণে বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে পোশাক ভালো করে ধুয়ে শুকাতে দিন।


যারা রাবারের স্যান্ডেল ব্যবহার করেন তাদের বেশিদিন পুরনো স্যান্ডেল না পরাই ভালো। তা না হলে পিছলে পড়ার আশঙ্কা থাকবে।


বৃষ্টির জলে জুতার তলা যেন খুলে গিয়ে বিপাকে না পড়েন এজন্য ভালো ব্র্যান্ডের জুতা কিনুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.